Be a Trainer! Share your knowledge.
Home » Tricks » যেকোনো সিমের পাক কোড লক হয়ে গেলে সিম টি ঠিক করবেন যেভাবে

যেকোনো সিমের পাক কোড লক হয়ে গেলে সিম টি ঠিক করবেন যেভাবে

যেকোনো সিমের পাক কোড লক হয়ে গেলে সেই সিম টি ঠিক করবেন যেভাবে , সিম টি ঠিক করতে হলে প্রয়োজন হয় ২ টি কোড আর এই দুইটি কোড থাকে প্রতি টি সিম কেনার সময় যে আলাদা আরেকটা কাড থাকে সেই কাডে সেই সিমের পাক কোড ও পিন কোড থাকে * প্রতি টি সিমের পাক ও পিন কোড আলাদা আলাদা থাকে আর এই পাক ও পিন কি চলুন সেটা জেনে নিই পাক : পাক হলো (ব্যক্তিগত পরিচয় নম্বর আনলক কী) বলা হয় পিইউসি (পিন আনলক কোড)। পাক আটটি অনিয়মিত সংখ্যার একটি স্ট্রিং যা ব্যবহারকারীরা পুনরায় সেট বা পরিবর্তন করতে পারবেন না। পিন : পিন হলো (ব্যক্তিগত পরিচয় নম্বর) একটি 4-8 ডিজিটের পাসকোড যা কোনও ব্যবহারকারীকে সিস্টেমে প্রমাণীকরণ করতে ব্যবহৃত হয়। পিনগুলি প্রায়শই সিম বা এটিএম কার্ডে ব্যবহৃত হয়। এবার বলি পাক কোড ও পিন কোড দিয়ে কিভাবে পাক কোড লক করা সিম ঠিক করবেন ** আপনি পাক ব্লক সিমটি যখন মোবাইলে ঢুকিয়ে মোবাইল অন করবেন তখন দেখবেন কোড চাই ওখানে লেখা থাকবে যদি লেখা থাকে পাক কোড প্রবেশ করান তাহলে আপনার সিম কাডে থাকা পাক কোড টি সঠিক ভাবে ওখানে লিখবেন * কারন পাক বা পিন কোড ১০ বারের বেশি ভুল দিলে সিম টি ব্লক হয়ে যাবে তখন আর সেই সিমটি তোলা ছাড়া আর ঠিক করার কোনো উপায় নেই * এজন্য সঠিক কোড টা বসিয়ে দেবেন * দেয়ার পরে চাইবে পিন কোড এটা ও সঠিক ভাবে দিবেন সঠিক ভাবে পাক ও পিন কোড প্রবেশ করালে সিম টি খুলে যাবে তখন সিমে বিকাশ * নগদ * যা খোলা ছিলো ঠিক তাই থাকবে ।। তো আজকে ট্রিক এখানেই শেষ পরবতীতে আরও ভালো কিছু নিয়ে হাজির হবো সেই পযন্ত সবাই ভালো থাকবেন ** আর বেশি বেশি Q2Ans.2om এ ভিসিট করবেন ।।।।
2023-07-17 22:54:17 (1 year ago )

About Author(3)

avatarTricks_Mini
Contributor

Visit Now - Q2Ans.rf.gd EarningBD.rf.gd

0 responses to “ যেকোনো সিমের পাক কোড লক হয়ে গেলে সিম টি ঠিক করবেন যেভাবে ”

    Leave a Reply

    Switch To Header