Be a Trainer! Share your knowledge.
Home » Hadith & Quran » কিছু কবিরা গুনাহ্ সম্পর্কে জেনে নেই।। এবং তা থেকে বাচাঁর চেস্টা করি

কিছু কবিরা গুনাহ্ সম্পর্কে জেনে নেই।। এবং তা থেকে বাচাঁর চেস্টা করি

আস্সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন জাই হোক….. জেনে নেই 50 টি কবিরা গোনাহ। এবং তা থেকে বেচে থাকার চেস্টা করি। 1. আল্লাহর সাথে শিরক করা। 2. নামায পরিত্যাগ করা। 3. পিতা-মাতার অবাধ্য হওয়া। 4. অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 5. পিতা-মাতাকে অভিসম্পাত করা। 6. যাদু-টোনা করা। 7. এতীমের সম্পদ আত্মসাৎ করা। 8. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন। 9. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ। 10. রোযা না রাখা। 11. যাকাত আদায় না করা। 12. ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা। 13. যাদুর বৈধতায় বিশ্বাস করা। 14. প্রতিবেশীকে কষ্ট দেয়া। 15. অহংকার করা। 16. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো) 17. আত্মহত্যা করা। 18. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। 19. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। 20. উপকার করে খোটা দান করা। 21. মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা। 22. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা। 23. জুয়া খেলা। 24. তকদীর অস্বীকার করা । 25. অদৃশ্যের খবর জানার দাবী করা। 26. গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া। 27. পেশাব থেকে পবিত্র না থাকা। 28. রাসূল (সা এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা। 29. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা। 30. মিথ্যা কথা বলা। 31. মিথ্যা কসম খাওয়া। 32. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা । 33. জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া। 34. সমকামিতায় লিপ্ত হওয়া। 35. মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা। 36. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা। 37. যার জন্যে হিলা করা হয়। 38. মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা। 39. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা। 40. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা। 41. মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া। 42. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো 43. কোন অপরাধীকে আশ্রয় দান করা। 44. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা। 45. ওজনে কম দেয়া 46. ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা 47. ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা 48. জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা 49. গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা 50. দাঁত চিকন।। করাপোস্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন । যাতে করে আপনার সকল বন্ধুরা আপনার কাছে থেকে শিখতে পারে ও জানতে পারে । রাসুল (সাঃ) বলেনঃ “তোমাদের উপরে দায়িত্ব দিচ্ছি– তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস হলেওতা প্রচার কর। তবে, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা বলবে, তার আবাসস্থল হবে জাহান্নাম।''[বুখারী,,,]''
2023-07-31 15:10:48 (1 year ago )

About Author(25)

avatarMokles
Author

Visit Now - Q2Ans.rf.gd EarningBD.rf.gd

0 responses to “ কিছু কবিরা গুনাহ্ সম্পর্কে জেনে নেই।। এবং তা থেকে বাচাঁর চেস্টা করি ”

    Leave a Reply

    Switch To Header