Be a Trainer! Share your knowledge.
Home » Hadith & Quran » অজু ভেঙ্গে যাবার ৭টি কারণ ।

অজু ভেঙ্গে যাবার ৭টি কারণ ।

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি। আসুন জেনে নেই অজু ভেঙ্গে যাবার ৭টি কারণ । অনেক মানুষই বলে থাকেন অজুর পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়। এ কারণে অনেককে নতুন করে অজু করতেও দেখা যায়। আসলে এ ব্যাপারে কোরআন কিংবা হাদিস কি বলছে আমরা কি জানি? চলুন যেনে নিইে আসলে কি কি কারণে অজু ভেঙে যায়। ব্যাপক উপকারিতার স্বার্থে অজু ভঙ্গের কারণ সাতটি উল্লেখ করা হলো- ১।বেহুশ, পাগল বা অচেতন হলে। ২।প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙ্গে যাবে; সেটা প্রস্রাব-পায়খানা, রক্ত, বায়ু, ক্রিমি যাই হোক না কেন। ৩।শরীরের কোনো জায়গা থেকে রক্ত,পুঁজ বা পানি ইত্যাদি বের হয়ে গড়িয়ে গেলে। ৪।মুখভরে বমি করল অজু ভেঙ্গে যাবে। মুখভরে বমি করার অর্থ হল এত পরিমান বমি আসা যে মুখে সেটা আটকিয়ে রাখা কষ্টকর হয়। আর কিছুক্ষণের মধ্যে একি ভাবের কারণে অল্প অল্প করে কয়েকবার বমি করে আর সেটার সমষ্টিগত পরিমান যদি মুখভরে বমির সমপরিমান হয় তাহলেও অজু ভেঙ্গে যাবে। আর এমনিতে সামান্য পরিমান বমি যা মুখভরে বমির সমপরিমান হয় না তাতে অজু ভাংবে না। ৫।থথুতে রক্তের পরিমান যদি থুথুর সমপরিমান বা থুথু থেকে বেশি হয় তাহলে অজু ভেংগে যাবে। ৬।নামাজের মধ্য এরকম শব্দ করে হাসা যে পাশে কেউ থাকলে সে শুনতে পাবে এরকম শব্দ করে হাসলেও অজু ভেঙ্গে যাবে। আর যদি এরকম শব্দ করে হাসে যে শুধু নিজে শুনতে পায় পাশে কেউ থাকলে সে শুনতে পাবে না তাহলে অজু ভাঙ্গবে না বাকি নামাজ ভেঙ্গে যাবে। আর যদি এরকমভাবে হাসে যে হাসির শব্দ অন্য লোক শুনতে পাবেই না এমনকি নিজেও শুনতে পায় না তাহলে এতে অজু বা নামাজ কোনোটাই ভাঙ্গবে না। ৭।ঘুমালে অজু ভেঙ্গে যাবে। কেউ যদি কোন কিছুতে ঠেস দিয়ে এমনভাবে ঘুমায় যে ঠেস দেয়া বস্তুটি সরিয়ে নিলে সে পড়ে যাবে। এক্ষেত্রে মলদ্বার যদি আসন থেকে উঠা থাকে তাহলে সর্বসম্মত মতে অজু ভেংগে যাবে। আর যদি মলদ্বার আসনের সাথে ভালভাবে চাপা অবস্থায় থাকে যে বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে অধিকাংশ ফকীহদের মতে অজু ভাঙ্গবে না।এই হল অজু ভাঙ্গার প্রধান ও মৌলিক কারণসমূহ। ভালো লাগলে ধন্যবাদ জানাবেন
2023-07-31 20:00:02 (1 year ago )

About Author(25)

avatarMokles
Author

Visit Now - Q2Ans.rf.gd EarningBD.rf.gd

0 responses to “ অজু ভেঙ্গে যাবার ৭টি কারণ । ”

    Leave a Reply

    Switch To Header